Logo
Logo
×

অন্যান্য

চট্টগ্রামে অর্থ প্রতিমন্ত্রী

পাচার হওয়া টাকা ফেরত আনতে চুক্তি প্রক্রিয়া চলছে

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:৩৫ পিএম

পাচার হওয়া টাকা ফেরত আনতে চুক্তি প্রক্রিয়া চলছে

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে। তবে চুক্তি স্বাক্ষর হলেও সংশ্লিষ্ট দেশ থেকে পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব নয়। দুদেশের মধ্যে আইনগত অ্যাগ্রিমেন্ট হওয়ার পরেই টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব। এই কাজগুলো চলমান রয়েছে।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামের সন্তান ওয়াসিকা প্রথমবারের মতো নিজ শহরে এসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। শনিবার নগরীর সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে বসেন। টাকা পাচারের বিরুদ্ধে জনমত গঠনের দায়িত্ব সাংবাদিকদের বলেও এ সময় তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর নিজ এলাকায় সংবর্ধনা সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন, আ ম ম টিপু সুলতান চৌধুরী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম