Logo
Logo
×

অন্যান্য

চট্টগ্রামকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১০:৩২ পিএম

চট্টগ্রামকে বাদ দিয়ে উন্নত দেশ গড়া সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

চট্টগ্রামকে বাদ দিয়ে কোনো ভাবেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 
শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ষষ্ঠ নির্বাচিত পরিষদের তিন বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির সমাপণী দিনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এমএ লতিফ এমপি, আবদুচ ছালাম এমপি, মো. মহিউদ্দিন বাচ্চু এমপি প্রমুখ উস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা রয়েছে। এ জন্য একটি নকশা করা হয়েছে। সেই নকশার চাহিদা অনুসারে পঞ্চ বার্ষিকীর পরিকল্পনা করা হয়। আমরা স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ গড়ার। আর এই উন্নত বাংলাদেশ গড়তে গেলে চট্টগ্রামকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, তাইওয়ানের মতো ছোট একটি দেশে চারটি বন্দর রয়েছে। আমাদের একটি বন্দর দিয়ে দেশকে উন্নত করা যাবে না। মাতারবাড়িতে বন্দর করা হচ্ছে। আরও বেশ কয়েকটি বন্দর সক্ষম করে তোলা হচ্ছে। এরপরও চট্টগ্রামের গুরুত্ব কমে যায়নি। চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী মনে করা হয়। এজন্য অনেক বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল করিম বলেন, আমরা ১১০০ কোটি টাকার দেনা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। সব কর্মকতা-কর্মচারী, কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের ঐকান্তিক প্রচেষ্টায় সাড়ে ৫০০ কোটি টাকা পরিশোধ করেছি। আমাদের নগর ভবন নেই। আমরা নিজস্ব অর্থায়নে নগর ভবন নির্মাণের কাজ করছি। আমাদের অর্গানোগ্রামের খুবই প্রয়োজন। কিছু কিছু আইনের প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যদি সেগুলো পাশ করে দেওয়া হয় তাহলে কাজ করতে সহজ হবে।

সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগর বিশেষজ্ঞ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্যানেল মেয়র আফরোজা বেগম, গিয়াস উদ্দিন, আবদুস সবুর লিটন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহ. শের আলী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম