মুক্তবাজার অর্থনীতির কবলে আমরা পর্যুদস্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ভিত্তিক সমতার একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেটি এখনো সেভাবে বাস্তবায়ন হয়নি। সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির পিতাকে হারানোর ফলে দিকভ্রান্ত সমবায় সমিতিগুলো অনেকটা উদ্বাস্তুর মতো অবস্থা হয়ে যায়। পারস্পারিক দ্বন্দ্বে জড়িত হয়ে আজকে সমবায়ভিত্তিক চিন্তাটাই মানুষের মধ্যে নেই। সাম্রাজ্যবাদের থাবায় বা মুক্তবাজার অর্থনীতির কবলে আমরা পর্যুদস্ত হয়েছি। এটিকেই আবারো নতুন করে জাগিয়ে তুলে জাতির পিতার স্বপ্নটাকেই বাস্তবায়ন করার জন্য আমি স্বপ্ন দেখছি।
বুধবার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সেখানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম, এলজিইডির নির্বাহী পরিচালক এহসানুল হক, জেলা সমবায় অফিসার মো. নবীউল ইসলাম ও টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক।