Logo
Logo
×

অন্যান্য

আমেরিকার উদাহরণ নয়, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতোই হবে: শাহজাহান ওমর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১১:০৯ পিএম

আমেরিকার উদাহরণ নয়, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতোই হবে: শাহজাহান ওমর

আমেরিকার উদাহরণ দিলে হবে না, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতোই হবে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর।যিনি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দীর্ঘদিনের দল বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, ‘আমাদের গণতন্ত্র আমাদের মতো। আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনিস্টার টাইপ হবে না...। আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের ২৭৩টি (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রকৃতপক্ষে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের ২৭০টি প্রয়োজন) ভোট পেলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে ৫১ শতাংশ ভোট পড়তে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না। যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসির ড-ও নাই; একদলীয় শাসন।’

এর আগে গতকাল (শনিবার) সংসদে শাহজাহান ওমর বলেন, ‘আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষাদীক্ষা, সে অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি... উদাহরণ দেই...আমরা তো ব্রিটিশ না, আমারা তো জাপানিজ না, আমাদের গণতন্ত্র আমাদের মতো হতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম