Logo
Logo
×

অন্যান্য

পানির সঙ্গে সহাবস্থান রেখে উন্নয়ন কর্ম সাজাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম

পানির সঙ্গে সহাবস্থান রেখে উন্নয়ন কর্ম সাজাতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

পানির সঙ্গে সহাবস্থান নিশ্চিত করে দেশে উন্নয়ন কর্মকাণ্ড সাজাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড যৌথ আয়োজিত সরকারের পানি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ব-দ্বীপ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথের পথনকশা তৈরি করে দিয়েছেন। বাংলাদেশ একটি ভাটির দেশ হওয়ায় হিমালয়ের বিভিন্ন উৎস থেকে প্রবাহিত হয়ে অসংখ্য নদী আমাদের দেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। সেজন্য সার্বিক দিক বিবেচনা করে পানি উন্নয়ন কার্যক্রম সঠিক ব্যবস্থাপনায় জোর দিতে হবে। 

তিনি বলেন, বিভিন্ন খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করার ওপর জোর দিতে হবে। বিগত সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের ফলে ঢাকার আশপাশের খালগুলো পুনরুদ্ধার করে সেখানে পানি সরবরাহ স্বাভাবিক করার প্রচেষ্টার ফলে ঢাকা শহরে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। 

তিনি আরও বলেন, দেশের নদ-নদীর ওপর নির্মিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সেতু নির্মাণ কাজও প্রাক-সমীক্ষা করে করা হচ্ছে। হাইড্রোলজিক্যাল এবং মর্ফোলজিক্যাল বিশ্লেষণ করে সেতু নির্মাণের কাজ করা হচ্ছে। এর ফলে নৌপথের যোগাযোগ ব্যবস্থায় এখন আর কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে না। এছাড়াও গ্রামের রাস্তাঘাট নির্মাণ করার সময় পানির প্রবাহে ব্যাঘাত না ঘটিয়ে তা নির্মাণ করা হচ্ছে। আর রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থাও আগের থেকে অনেক উন্নত হয়েছে। 

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক উন্নয়ন গবেষণা প্রধান ড. নজরুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম