Logo
Logo
×

অন্যান্য

শিক্ষার্থীদের প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে বললেন প্রতিমন্ত্রী টুসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

শিক্ষার্থীদের প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে বললেন প্রতিমন্ত্রী টুসি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি বলেছেন, পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে। 

এ সময় তিনি শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে ও জানাতে এবং বই পড়তে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুসি বলেন, জননেত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে, দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম