Logo
Logo
×

অন্যান্য

উপজেলা পরিষদ নির্বাচন কবে, জানালেন ইসি আলমগীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

উপজেলা পরিষদ নির্বাচন কবে, জানালেন ইসি আলমগীর

রোজার পর এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, উপজেলা নির্বাচন করার সময় যেটা, সে সময়টা চলে এসেছে। সামনে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এরপর রোজা। রোজার মধ্যে তো নির্বাচন করা সম্ভব না। ঈদের পরপরই যাতে নির্বাচন হয় সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে শেষ করব।

তফশিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, রোজার শেষের দিকে তফশিল হতে পারে। ঈদের কিছুদিন আগে তফশিল হতে পারে। আর নির্বাচনি প্রচারণা এবং নির্বাচন ঈদের পরে হবে।

নির্বাচন পদ্ধতির পরিকল্পনার কথা জানিয়ে এই কমিশনার বলেন, নির্বাচন ব্যালটেও হতে পারে আবার ইলেকট্রনিক ভোটিং মেশিনেও (ইভিএম) হতে পারে। আবার ব্যালট-ইভিএম দুটোর সমন্বয় থাকতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ইভিএম কী পরিমাণ ব্যবহারযোগ্য সে হিসাব এখনো পাইনি। এটা পেলে হয়ত আমরা সিদ্ধান্ত নিতে পারব।

দলীয় প্রতীকে ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশনের জন্য প্রতীক থাকলেও যে অবস্থা, না থাকলেও একই অবস্থা। কমিশনের আলাদা কোনো দায়-দায়িত্ব নেই। এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নেই।

আরও পড়ুন-
<< নৌকা প্রতীক থাকবে না আওয়ামী লীগের
<< বিএনপি দলীয় প্রতীকে ভোট করলেও আওয়ামী লীগ করবে না: নানক
<< ‘দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটবে না’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম