Logo
Logo
×

অন্যান্য

নির্বাচন উত্তর স্থিতিশীলতা নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১০:০০ পিএম

নির্বাচন উত্তর স্থিতিশীলতা নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-উত্তর দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। তিনি বলেন, দুষ্টচক্র দমন করে জনপ্রত্যাশা পূরণে আর্থিকখাতে শৃঙ্খলা ফিরে আনতে হবে। 

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সাংবাদিক জ ই মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম ম আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাসুদ কামাল, ইউসিজির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান, মানবাধিকার কর্মী খুশী কবির, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব একুশে পদকপ্রাপ্ত কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নাসির উদ্দিন ইউসুফ, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, সাংবাদিক অজয় দাশগুপ্ত, সাংবাদিক নঈম নিজাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল ইসলাম, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাসুদ কামাল বলেন, বিদেশি প্রভাবমুক্ত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে নীডবেইজড এডুকেশনে জোর দিতে হবে। ইউসিজির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা থেকে সতর্ক থাকার পাশাপাশি সুশাসনের জন্য সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে। এবারের নির্বাচনে কোনো যুদ্ধাপরাধী অংশ নিচ্ছে না। এটা জাতির জন্য স্বস্তিকর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম ম আরেফিন সিদ্দিক বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আওয়ামী লীগের ইশতেহারে রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম