Logo
Logo
×

অন্যান্য

শেষ মুহূর্তে জাতীয় পার্টির জমজমাট প্রচার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫২ এএম

শেষ মুহূর্তে জাতীয় পার্টির জমজমাট প্রচার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার বিভিন্ন স্থানে তারা পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানান কর্মসূচি পালন করেছেন। কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি এলাকার পাড়া, মহল্লা ঘুরে বেড়িয়েছেন। উন্নয়নে ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্র“তি। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টি মনোনীত সেলিম উদ্দিন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। বিয়ানীবাজারের টিকরপাড়া বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির নেতা সফর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম উদ্দিন। বক্তব্য দেন এহসানুল হক শামীম, আতাউর রহমান।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে লাঙ্গলের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তির পক্ষে গণসংযোগ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার এবং যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মনির উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌর শহরে লাঙ্গলের প্রচারণা চালাতে দেখা গেছে। এর আগে বিভিন্ন ইউনিয়নে লাঙ্গলের সমর্থনে নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা। 

বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট, আস্কর, জোবারপাড়, নাঘিরপাড়, কোদালধোয়া ও বাকালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তার সঙ্গে ছিলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. হানিফ মৃধা, গৌরনদী উপজেলা যুব সংহতি সভাপতি মো. নিজামুল হক নান্নু, কেন্দ্রীয় ছাত্র সমাজের প্রাদেশিক সম্পাদক মায়িন মাসুদ।

জামালপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এসএম আবু সায়েম। বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন হাটবাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলার জাতীয় পার্টির নেতা মঞ্জুরুল হক তোতা, হারিজ মিয়া, এনামুল হক, ফজলুল হক। 

নীলফামারী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কাজী ফারুক কাদের জলঢাকার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক শেষে পৌর শহরের গরুহাটি মাঠে পথসভা করেন। ব্যবসায়ী জামেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি নেতা তোফায়েলুর রহমান পায়েল, খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টি  নেতা তহশিল ইসলাম তপন।

মৌলভীবাজার-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন জুড়ী উপজেলা শহরে জোনাকী বিপণির সামনে নির্বাচনি জনসভা করেছেন।

উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে সভায় জুড়ী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টি নেতারা বক্তব্য দেন। সভায় আঞ্চলিক ভাষায় আহমেদ রিয়াজের বক্তব্য শুনতে মানুষের ঢল নামে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম