কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ শেষ হবে আগামী বছরের মাঝামাঝি
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার টার্মিনালটির নির্মাণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান।
মেয়র তাপস বলেন, ইতোমধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে। পর্যায়ক্রমে টার্মিনালের চারপাশে সীমানা প্রাচীর ও বাস পার্কিংয়ের ডিপোসহ অন্যান্য অবকাঠামোর নির্মাণ কাজ করা হবে। টার্মিনালটি চালু হলে এখান থেকেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টি জেলার বাস নির্বিঘ্নে চলাচল শুরু করবে। ফলে রাজধানীর যানজট নিরসনসহ যাত্রীসেবার মানও আরও উন্নত হবে। যানজটের ভোগান্তি থেকে রেহাই পাবেন ঢাকা ও আশপাশের এলাকার বাসিন্দারা। আর সায়েদাবাদ হবে আন্তঃনগর বাস টার্মিনাল। এটিকেও সংস্কার করে আধুনিকায়ন করার কথা জানান মেয়র তাপস।
আন্তঃজেলা বাসগুলো কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালসহ ঢাকার অদূরে নির্মাণ হতে যাওয়া টার্মিনালগুলো এবং ঢাকার অভ্যন্তরে পরিচালিত নগর পরিবহণগুলো সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ব্যবহার করবে বলে জানান মেয়র।
টার্মিনাল পরিদর্শনে এসে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন মেয়র ফজলে নূর তাপস। এ সময় সড়ক বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ আগস্ট কাঁচপুরে টার্মিনালটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র তাপস।