Logo
Logo
×

অন্যান্য

ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তদের প্রার্থিতা বাতিল হবে: রিটার্নিং কর্মকর্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তদের প্রার্থিতা বাতিল হবে: রিটার্নিং কর্মকর্তা

নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ সমন্বয় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। তিনি বলেন, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। 

শনিবার সকালে প্রথম ধাপের সভায় ঢাকা ১১, ১২, ১৩ ও ১৪ আসনের সংশ্লিষ্টরা অংশ নেন। 

সভায় বিভাগীয় কমিশনার জানান, এরই মধ্যে প্রার্থীদের দেওয়া তথ্য বাংলাদেশ ব্যাংক, পুলিশসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ৩ ডিসেম্বরের মধ্যে তথ্য যাচাই আকারে পাওয়া যাবে। সে অনুযায়ী বাছাই করে মনোনয়ন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ ডিসেম্বর। প্রার্থীদের আইনজীবীদের সেদিন বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা সাবিরুল জানান, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলার বিষয়ে সব তথ্য চাওয়া হয়েছে। কেউ ঋণখেলাপি ও ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম