Logo
Logo
×

অন্যান্য

বিএনপি-জামায়াত বাঁচাতে দূতরা ব্যস্ত: সজীব ওয়াজেদ জয়

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

বিএনপি-জামায়াত বাঁচাতে দূতরা ব্যস্ত: সজীব ওয়াজেদ জয়

বিএনপি মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে এসব নিয়ে কিন্তু দূতরা কিছু বলছে না, বরং উসকানি দিচ্ছে। আর তাদের বাঁচানোর জন্য দূতরা ব্যস্ত। কারণ তারা বাংলাদেশের শান্তি চায় না। তারা চায়, বাংলাদেশ নিম্নআয়ের দেশ হয়ে থাকুক। নিম্নআয়ের দেশ হিসাবে আমরা যেন সবসময় গোলামি করি। আর মাত্র দেড় মাস, দ্বাদশ নির্বাচন হয়ে গেলেই আর কিছুই থাকবে না। 

শনিবার দুপুরে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। 

তিনি বলেন, উন্নয়নের গতি ধরে রাখতে পারলে ১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো কিছু টিকবে না। এই দুটি দল সন্ত্রাসী ও জঙ্গি দলে পরিণত হয়েছে। তারা বাসে আগুন দিচ্ছে, মানুষ পোড়াচ্ছে। এসব কাণ্ড উন্নত দেশে কোনো দল করলে তাদের সন্ত্রাসী ও জঙ্গি হিসাবে চিহ্নিত করে রাজনীতিতে নিষিদ্ধ করা হতো। জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়, এটা যুদ্ধপরাধীদের দল। 

সমবেত তরুণদের উদ্দেশে সিআরআই চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। অল্প সময়ে এত উন্নত হয়েছে বলেই তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

এবার যেসব সংগঠন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে, উইমেনস ড্রিমার ক্রিকেট একাডেমি, স্বপ্ন : একচিলতে হাসির জন্য, ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন, এফএপিএ বাংলাদেশ, ক্লিয়ার কনসেপ্ট, টিম অ্যাটলাস, নুপম ফাউন্ডেশন, আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন (এপিওয়াইও), ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি), ইকো-নেটওয়ার্ক গ্লোবাল, অভিনন্দন ফাউন্ডেশন ও টঙ্গের গান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম