Logo
Logo
×

অন্যান্য

নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে: ফিরোজ রশীদ

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম

নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে: ফিরোজ রশীদ

গাজীপুর বাসন থানা এলাকায় পোশাক শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গুলিতে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ-সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ।

মঙ্গলবার জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০২৩-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

কাজী ফিরোজ রশীদ বলেন, শুধু বেতনের দাবিতে তারা রাস্তায় নেমেছিল। ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নেমেছিল। তাদের গুলি করে মারলেন। সরকার যেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) বাধ্য করে- যারা গুলিতে মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে দিতে হবে এবং যেসব শ্রমিক আহত ও পঙ্গু হয়েছেন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। না হলে দেশ চলবে না। 

তিনি বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম। আজ তার চেয়ে বহুগুণ বৈষম্য চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম