Logo
Logo
×

অন্যান্য

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু

বিভিন্ন স্থানে শঙ্খের আওয়াজে মুখরিত মণ্ডপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম

বিভিন্ন স্থানে শঙ্খের আওয়াজে মুখরিত মণ্ডপ

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাম্বলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঢাক-ঢোল কাঁসা আর শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো। এছাড়া বিভিন্ন স্থানে মন্দিরে চাল ও উপহার বিতরণ করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিংড়ায় ৯৫টি পূজামণ্ডপের অনুকূলে সাড়ে ৪৭ টন সরকারি ডিও (চাউল) ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার। রাজশাহীতে হিন্দু ধর্মাম্বলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ৪৬৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

জয়পুরহাটের পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌরসভায় মোট ৩০০টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস ও সদস্য সচিব প্রবীর চক্রবর্তী জানান, এ বছর সাড়ম্বরে ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে।

গোমস্তাপুরে ৩০টি মণ্ডপে পূজা হচ্ছে। ইউএনও আসমা খাতুন জানান, পূজামণ্ডপগুলো মনিটরিং করতে ১৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রাঙামাটিতে ৪৩ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম