Logo
Logo
×

অন্যান্য

জানুয়ারির মধ্যে প্রাথমিকে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৮:২২ পিএম

জানুয়ারির মধ্যে প্রাথমিকে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২৪ নভেম্বর নেওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। অধিদপ্তরের এক কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।  

আরও জানা গেছে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালেই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্বিতীয় ও তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া আগামী মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের।

নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ।

তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ চাকরিপ্রার্থী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম