Logo
Logo
×

অন্যান্য

ঢাকায় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম

ঢাকায় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন অনুষ্ঠিত

দাঁতের আধুনিক চিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বাড়াতে বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাজধানীর এক হোটেলে এ আয়োজন করা হয়। সারা দেশ থেকে আগত প্রায় সহস্রাধিক দাঁতের চিকিৎসক এতে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফডিএসের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ। তিনি বলেন, এ কনফারেন্স উপস্থিত সবার দাঁতের আধুনিক চিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বাড়াবে। আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়বে। ফলে দেশের অগণিত দাঁতের রোগী আরও ভালো চিকিৎসা পাবে।

অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বখ্যাত এন্ডোডেন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎচেৎ, জাপানের ডা. কাজুহিতো নাসু প্রমুখ। 

এছাড়াও দেশের স্বনামধন্য দাঁতের চিকিৎসক অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাস প্রমুখ সম্মেলনে অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম