ফুলগাজী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র আহত
ফেনী, পরশুরাম ও ফুলগাজী প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম
ফেনীর ফুলগাজীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. রাজন নামের এক কলেজছাত্র আহত হয়েছে। বুধবার উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। রাজন পূর্ব খেজুরিয়া গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, রাতে বাড়ি ফেরার পথে রাজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রাজন শঙ্কামুক্ত বলে জানান তার বাবা।
ফেনী সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান জানান, বিষয়টি শোনার পর তাদের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।
ফুলগাজী থানার ওসি মো. আবুল হাসিম বলেন, ভারতীয় সীমান্ত পিলার ঘেঁষা ওই জায়গাটিতে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ওই জায়গা দিয়ে সন্ধ্যার পর যাওয়ার সময় গুলি করেছে বিএসএফ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।