Logo
Logo
×

অন্যান্য

পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

সিংড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে দুই বোনের মৃত্যু হয়েছে। এছাড়া গফরগাঁও, মাধবপুর ও চৌগাছায় পানিতে ডুবে প্রাণ গেছে আরও চার শিশুর। যুগান্তর প্রতিনিধিরা জানান-

নাটোরের সিংড়ায় শনিবার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খাদিজা ও মারিয়া খাতুন নামের দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। খাদিজা উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল গ্রামের শরিফুল ইসলামের ও মারিয়া এমরান আলীর মেয়ে। জানা গেছে, শনিবার বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে নিখোঁজ হয় খাদিজা ও মারিয়া। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুবোনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে শনিবার হেদায়েত উল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। খেলার সময় পাশের পুকুরে পড়ে যায় হেদায়েত উল্লাহ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে অচেতন অবস্থায় পায় স্বজনরা। এ সময় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের মাধবপুরে শনিবার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো-উপজেলার দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা ও ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নীলিমা দেবনাথ। পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পুকুর থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোরের চৌগাছায় শনিবার পানিতে ডুবে হুসাইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বড়-কাঁকুড়িয়া গ্রামের নওদাপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মামুন জানান, শনিবার হুসাইনকে দীর্ঘ সময় না দেখতে পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বাড়ির পাশের ড্রেনের পানিতে অচেতন অবস্থায় পায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম