Logo
Logo
×

অন্যান্য

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ নিতে সহযোগিতা করব: মন্ত্রী

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ নিতে সহযোগিতা করব: মন্ত্রী

অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর কৃষি মার্কেট পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এ মার্কেটের ব্যবসায়ীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। আমাদের সবার চোখের সামনেই এই বাজারটি গড়ে উঠেছে। হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় এত বড় একটা ক্ষতি হয়ে গেল। 

তিনি বলেন, পুরো মার্কেটের প্রায় পাঁচ থেকে ছয়শ পরিবার একদম সর্বস্বান্ত হয়ে গেছে। তারা যেন অর্থনৈতিকভাবে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, আমরা সরকারের পক্ষ থেকে সে সহযোগিতা করব। 

শুক্রবার দুপুর ১২টায় কৃষি মার্কেট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় বঙ্গবাজারের মতো অস্থায়ী ভিত্তিতে দ্রুত মার্কেট চালুর দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলেন, ত্রাণ দিয়ে এই ক্ষতি পোষানো যাবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার বেচাবিক্রি চালুর একটা ব্যবস্থা করা।

কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ নিতে সর্বাত্মক সহযোগিতা করব। কৃষি মার্কেটের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনিও এ বিষয়ে অবগত আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম