ঢাকা ওয়াসার এমডি পদে আবারো নিয়োগ পেলেন তাকসিম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম
ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারো তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন নানা সমালোচনা ও বিতর্কের মুখে থাকা তাকসিম এ খান। এ নিয়ে সপ্তমবারের মতো সংস্থাটির এমডি হিসেবে নিয়োগ পেলেন তিনি।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।
গত ১২ বছরে তাকসিম এ খানের মাসিক বেতন বেড়েছে ৪২১ শতাংশ। ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের মাসিক বেতন বর্তমানে ৬ লাখ ২৫ হাজার টাকা। সর্বশেষ করোনা মহামারির মধ্যে এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও ঢাকা ওয়াসা বোর্ড তাকসিমকে এই পদে আরও তিন বছর রাখার প্রস্তাব করে সরকারের কাছে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজ ফের নিয়োগ পেলেন তিনি।