Logo
Logo
×

অন্যান্য

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৪ ডেঙ্গি রোগী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৪ ডেঙ্গি রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ঢাকায় ২৪ জন এবং ঢাকার বাইরে ২০ জন ভর্তি হয়েছেন।তবে এই সময়ে ডেঙ্গিতে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১ হাজার ৩০২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৮ জন। এই সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।

এ ছাড়া ডেঙ্গি আক্রান্ত ৬ হাজার ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম