গত ২৪ ঘণ্টায় আরো দুই ডেঙ্গি রোগীর মৃত্যু, হাসপাতালে ১৪৫
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৮:৫১ পিএম
ফাইল ছবি
ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে আরও দুই ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে সারা দেশে এক হাজার ৪১০ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১ জন ও ঢাকার বাইরে ৩৯৯ জন।
মঙ্গলবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৭৫৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৯৫৯ ও ঢাকার বাইরে এক হাজার ৭৯৫ জন।আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।