Logo
Logo
×

অন্যান্য

ডেঙ্গিতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯৯

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৭:৫১ পিএম

ডেঙ্গিতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়াল এক হাজার ৪৯৮ জনে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬৭ জন ও ঢাকার বাইরের ১৩২ জন।

চলতি বছরের ১ থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ২৩৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৬১৯ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৯ জন। 

অন্যদিকে একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ হাজার ৪৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন। আর এই সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪৫ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম