Logo
Logo
×

অন্যান্য

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২১

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২১

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১২১ জনের শরীরে করোনা ধরা পড়েছে, যাদের মধ্যে ১১০ জন ঢাকার।  আর বাকি ১১ জনের মধ্যে কক্সবাজারে ৭ জন এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী ও ময়মনসিংহে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২১ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। এর আগের দিন এই হার ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।

এতে বলা হয়, নতুন দুইজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৬১ জন প্রাণ হারালেন। আর নতুন শনাক্ত ১২১ জনকে নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন করোনা রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। তার ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়। আর ওই বছরের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনে সর্বোচ্চ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম