Logo
Logo
×

অন্যান্য

বিদেশে এমবিবিএস: দেশে নিবন্ধন পাচ্ছেন ১১৪ চিকিৎসক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৯:৫৭ পিএম

বিদেশে এমবিবিএস: দেশে নিবন্ধন পাচ্ছেন ১১৪ চিকিৎসক

বিদেশে থেকে এমবিবিএস পাশ করা চিকিৎসকদের দেশে নিবন্ধন পাওয়ার যোগ্যতা যাচাই পরীক্ষায় কৃতকার্যদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। তালিকা অনুযায়ী ১১৪ চিকিৎসক বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে দেশে নিবন্ধন পাচ্ছেন। 

শুক্রবার বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে এমবিবিএস পাশ করা বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের পর ১১৪ চিকিৎসক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিএমডিসির ওয়েবসাইটে নিবন্ধন পাওয়ার যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

দেশের বাইরে থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদের দেশে চিকিৎসায় পড়াশোনা ও প্র্যাকটিসের জন্য নিয়মানুযায়ী বিএমডিসির অধীনে সার্টিফিকেট যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিতে হয়। আর সরকারি নিয়ম অনুযায়ী, দেশের যে কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালসহ যে কোনো প্রতিষ্ঠানে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করার জন্য দেশ-বিদেশের অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বা যে কোনো উচ্চতর চিকিৎসা শিক্ষা ডিগ্রি (যেমন-এফসিপিসি, এমডি, এমএস, এমফিল, এমপিএইচ, পিএইচডি) অর্জনের পর বিএমডিসির রেজিস্ট্রেশন গ্রহণ করা বাধ্যতামূলক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম