Logo
Logo
×

অন্যান্য

উপকূলীয় অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৮:১১ পিএম

উপকূলীয় অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হতে থাকায় উপকূলীয় অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। রোববার সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর প্রয়োজনে তা বাড়ানো হবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম রোববারের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর প্রয়োজন অনুযায়ী সেটা যদি বর্ধিত করা লাগে, তাহলে তা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম