Logo
Logo
×

অন্যান্য

প্রান্তিক চরবাসীর সাফল্যে খুশি লুক্সেমবার্গ মন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:৩৫ পিএম

প্রান্তিক চরবাসীর সাফল্যে খুশি লুক্সেমবার্গ মন্ত্রী

প্রান্তিক চরবাসীদের সফলতা ও সহনশীলতা দেখে খুশি হয়েছেন লুক্সেমাবার্গের উন্নয়ন সহযোগিতা এবং মানবিক মন্ত্রী ফ্রান্জ ফায়োট। 

সম্প্রতি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধীনে যমুনা-ব্রহ্মপুত্রের চর সফর করে লুক্সেমবার্গের ১১ সদস্যের প্রতিনিধি দল। এই সফরে চরবাসীদের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

সম্প্রতি সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আমন্ত্রণে লুক্সেমবার্গ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলটি কুড়িগ্রামের চিলমারী গয়নারপটল চর এবং গাইবান্ধার বাটিকামারি চর সফর করে। দুই দিনের সফরে প্রতিনিধি দলটি চরের পরিবেশ পর্যবেক্ষণ করে এবং চরবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে। তারা দেখেন যে, চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সহনশীলতা এবং দৃঢ়তার সর্বোত্তম ব্যবহার তাদের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করছে এবং তারা উপকৃত হচ্ছে। গত ১৫ বছর ধরে এসব এলকায় ফ্রেন্ডশিপ প্রকল্পগুলোতে সহযোগিতা করে আসছে লুক্সেমবার্গ। 

২০ বছর আগে ফ্রেন্ডশিপ যখন একটি ভাসমান হাসপাতাল নিয়ে যমুনা-ব্রহ্মপুত্র নদীর চরগুলোতে কাজ শুরু করে তখন চরগুলোতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যা ছিল। যেমন- চরগুলোতে কোনো সংযোগ ছিল না, নদীভাঙন, বন্যার কারণে দরিদ্রতা চরবাসীদের অনিবার্য সমস্যা ছিল এবং জরুরি কোনো সেবা গ্রহণেরও সুযোগ ছিল না। পরবর্তীতে দিন দিন এই সমস্যা যেমন বেড়েছে একইভাবে দেশের নানা দিকের অগ্রগতি হয়েছে। 

জীবন রক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু অভিযোজন, জনগোষ্ঠীর ক্ষমতায়নের প্রতি দায়বদ্ধ থেকে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে। যার ফলে এসব এলাকায় এবং জনগোষ্ঠীর মধ্যে বড় ধরনের পরিবর্তন সম্ভব হয়েছে।

সফরে লুক্সেমবার্গ মন্ত্রণালয়ের সফরকারী দলে আরও ছিলেন লুক্সেমবার্গ মন্ত্রণালয়ের ডিরেক্টর অব কো-অপারেশন ক্রিস্টোফে পল জোসেফ স্ক্লিটজ, বাংলাদেশে নিযুক্ত লুক্সেমবার্গ গ্র্যান্ড ডাচির রাষ্ট্রদূত পেজি ফ্রান্তজেন। আরও ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের চেয়ার মার্ক এলভিনগার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম