Logo
Logo
×

অন্যান্য

পাঁচ সিটি নির্বাচন: আগাম ব্যানার-পোস্টার তুলে ফেলার নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পিএম

পাঁচ সিটি নির্বাচন: আগাম ব্যানার-পোস্টার তুলে ফেলার নির্দেশ

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই যারা আগাম ব্যানার-পোস্টারসহ অন্যান্য প্রচার সামগ্রী লাগিয়েছেন, তা তুলে ফেলতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিয়ম অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানোর সুযোগ পান প্রার্থীরা। কিন্তু এর আগেই গাজীপুর, খুলনা, সিলেট, বরিশাল ও রাজশাহী নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। এই পোস্টার যারা লাগিয়েছেন, তাদের নিজ খরচে সেগুলো সরানোর নির্দেশনা দিয়েছে ইসি।

সিটি করপেরেশনসহ স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি প্রচার সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম