পিআইবির ডিজি জাফর ওয়াজেদের মেয়াদ বাড়ল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১০:৩৮ পিএম
![পিআইবির ডিজি জাফর ওয়াজেদের মেয়াদ বাড়ল](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/25/image-668443-1682440721.jpg)
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ২১ এপ্রিল ২০১৯ সালে পিআইবির মহাপরিচালক হিসেবে যোগদান করেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন।