Logo
Logo
×

অন্যান্য

পাশে বসিয়ে খাওয়াতেন স্যার: জাফরুল্লাহর ড্রাইভার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

পাশে বসিয়ে খাওয়াতেন স্যার: জাফরুল্লাহর ড্রাইভার

ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গাড়িচালক রফিকুল ইসলাম বলেছেন, স্যার কখনো আমাকে ড্রাইভারের চোখে দেখেননি, পাশে বসিয়ে খাওয়াতেন। সব সময় বাচ্চাদের পড়াশোনার খবর নিতেন। বাচ্চাদের জন্য খাবার দিতেন। 

জাফরুল্লাহর মরদেহ শহিদ মিনারে নেওয়া ও জানাজা বিষয়ক বিভিন্ন তথ্য জানাতে বুধবার সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কাঁদতে দেখা যায় মো. রফিকুল ইসলামকে। 

একদিন রফিকুল ডা. জাফরুল্লাহকে গাড়ি পুরোনো হয়ে যাওয়ার কথা বলায় তিনি উত্তর দিয়েছিলেন- ‘তুমিও তো পুরোনো হয়েছ, তোমাকে কি ফেলে দেব?’

রফিকুল ২০০৫ সাল থেকে জাফরুল্লাহর গাড়ি চালাচ্ছেন। 

রফিকুল বলেন, সব জায়গায় আমি তাকে নিয়ে গেছি। দুর্যোগের রাতে, ঝুঁকি মাথায় নিয়ে আমি স্যারকে নিয়ে যেতাম।  রাত একটা-দুইটায়ও তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি।

রফিকুলকে প্রেশার মাপা শিখিয়েছিলেন জাফরুল্লাহ।

রফিকুল বলেন, স্যারের শরীর খারাপ থাকত বলে তিনি মাঝে মাঝে রাস্তায় অসুস্থ হয়ে যেতেন। গাড়িতে অসুস্থ হলে আমি সামলাতাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম