Logo
Logo
×

অন্যান্য

কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হলে যা বলেছিলেন জাফরুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৮:১১ পিএম

কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হলে যা বলেছিলেন জাফরুল্লাহ

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। তার ইচ্ছা ছিল গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেই তিনি চিকিৎসা নিয়ে মরতে চান। 

কিডনি প্রতিস্থাপনে বিনা খরচে বিদেশে চিকিৎসার প্রস্তাব করা হয়েছিল তাকে, সেই প্রস্তাবে সরাসরি ‘না’ বলেছিলেন জাফরুল্লাহ।

সোমবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. জাফরুল্লাহর শেষ ইচ্ছা ছিল, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেই তিনি চিকিৎসা নিয়ে মরতে চান। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি।

জাফরুল্লাহ চৌধুরী ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে বয়স ও স্বাস্থ্য বিবেচনায় তার অবস্থা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। কিডনি অকেজো হয়ে যাওয়ায় তা প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হলে তিনি এক বাক্যে নাকচ করে দেন। 

কেন তিনি রাজি হননি জানতে চাইলে জাফরুল্লাহ বলেছিলেন, ‘বাইরে করাব না। বিদেশে যাব না। আমরা একটি কিডনি প্রতিস্থাপন কেন্দ্র করতে যাচ্ছি। করোনা না হলে এত দিনে কাজ শুরু হয়ে যেত।'

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম