Logo
Logo
×

অন্যান্য

দুই দেশের সম্পর্ক স্থাপনে অন্যতম মাধ্যম সিনেমা: রুশ রাষ্ট্রদূত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:০৪ পিএম

দুই দেশের সম্পর্ক স্থাপনে অন্যতম মাধ্যম সিনেমা: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিসতকি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হতে পারে সিনেমা।

সে কারণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে নিয়মিত সিনেমা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

শুক্রবার ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের আয়োজনে বিখ্যাত রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা সের্গেই এজেস্টাইনের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

ঢাকায় রাশিয়ান দূতাবাসের আয়োজনে এই প্রদর্শনী হয়। এতে অতিথি ছিলেন ঢাকায় রাশিয়ান হাউজের পরিচালক ম্যাক্সিম দবরোখতভ। 

অনুষ্ঠান শেষে সের্গেই এজেস্টাইনের নির্মিত তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম