Logo
Logo
×

অন্যান্য

রমজানে পোলট্রি মুরগির দাম আর বাড়বে না, আশ্বাস মন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৪:৪০ পিএম

রমজানে পোলট্রি মুরগির দাম আর বাড়বে না, আশ্বাস মন্ত্রীর

আসন্ন রমজানে পোলট্রি পণ্যের দাম আর বাড়বে না আশ্বাস দিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রোজায় দাম না বাড়লেও এরই মধ্যে পোলট্রি পণ্যের দাম বেড়ে আছে। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার রাজধানীতে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

এ সময় রাজ্জাক বলেন, ‘পোলট্রি খাদ্য ভুট্টা ও সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে খরচ চালাতে না পেরে দেশের অনেক পোলট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। যে কারণে উৎপাদন কমে যাওয়ায় পোলট্রি পণ্যের দাম বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘একটা বাচ্চা উৎপাদন করতে ৩৫ থেকে ৪০ টাকার পর্যন্ত খরচ হয়। তাই এটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে পারে না। এটা নিয়ন্ত্রণ করতে হবে। একটি মুরগির বাচ্চা যাতে কোনো ভাবেই ৪৫ টাকার বেশিতে বিক্রি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে ৩ দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক পোলট্রি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দাম কমার জন্য ৬ থেকে ৭ মাস অপেক্ষা করতে হবে। কারণ বর্তমানে বাজার ভালো হওয়ায় অনেকেই আবার নতুন করে উৎপাদনে আসতে শুরু করেছে। সুতরাং নতুন পোলট্রি পণ্য বাজারে এলেই দাম কমে আসবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম