Logo
Logo
×

অন্যান্য

প্রতিটি দিন প্রতিটি জায়গা হোক নারীর জন্য সম্মানের

Icon

ডা. নাদিয়া রুম্মান

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৫:৩৪ পিএম

প্রতিটি দিন প্রতিটি জায়গা হোক নারীর জন্য সম্মানের

আজ ৮ মার্চ, সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। ১৯০৮ সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন ১৫ হাজার নারী শ্রমিক। সেই থেকেই ইতিহাসে জায়গা করে নেয় এ দিনটি।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে এবার ২০২৩ সালে পালিত হচ্ছে দিনটি। পৃথিবীর কোনো অংশে এটি উদযাপনের দিন, কোথাও বা প্রতিবাদের।

এই দিনে বিশ্বজুড়ে সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনের প্রয়োজন নেই, কারণ নারীরা এখন স্বয়ং সিদ্ধা। এই দিনে নারীদের স্বীকৃতি দেওয়া হয় প্রত্যেকটা কর্মক্ষেত্রে। তুলে ধরা হয় তাদের অবদান। তবে শুধু এই একটি দিন নয়। প্রতিটি দিন, প্রতিটি জায়গা হোক নারীর জন্য সম্মানের।

সমাজ এবং ঘরের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলে নারীরা:
একদিকে পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে সমস্ত পেশায় সমান সফল হচ্ছে মেয়েরা। ছুটে চলেছে আকাশ ফুঁড়ে, নেমেছে পাতালে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার সব জায়গায় রেখে যাচ্ছেন অবদান।

তবে অন্যদিকে আমাদের সমাজে এখনো কোনো কোনো জায়গায় কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, বাল্যবিয়ে হচ্ছে, যৌতুকের জন্য হচ্ছে নির্যাতন ও হত্যা।

তাই শুধু দিনটি উদযাপনের মধ্য দিয়েই নয়, সমাজ ভাবনাকে কাজে লাগাতে পারলে তবেই নারীর অধিকারকে সারা পৃথিবীতে সুনিশ্চিত করা সম্ভব।

একজন বন্ধু, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা। প্রত্যেক নারীকেই জানাই নারী দিবসের শুভকামনা।

আসুন আমরা সবাই নারীদের জন্য সুস্থ সমাজ গড়তে নারীদের অর্জন ও অঙ্গীকার গর্বের সঙ্গে তুলে ধরি। কাজী নজরুল ইসলামের ভাষায়- ‘কোনোকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারি; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়ালক্ষ্মী নারী’ কবির এই মর্মবাণী ধারণ করে অনাগত পৃথিবীতে পুরুষের সঙ্গে নারীর জয় হোক।

ডা. নাদিয়া রুম্মান
স্কিন অ্যান্ড গ্লুটেন স্পেশালিস্ট

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম