Logo
Logo
×

অন্যান্য

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, আরও দুই প্রকৌশলী বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৯:২৬ পিএম

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, আরও দুই প্রকৌশলী বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় আরও দুই প্রকৌশল কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 

তারা হলেন- মাইনুল ইসলাম ও সেলিম হোসেন খান। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম সাংবাদিকদের বুধবার এই তথ্য জানিয়েছেন। এর আগে একই ঘটনায় বিমানের মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরীসহ ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

এই ঘটনায় বিমান ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

গত ৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন রাত সোয়া ৯টায় বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। তখনই এই সংঘর্ষ হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম