Logo
Logo
×

অন্যান্য

২৭ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭ পিএম

২৭ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। 

রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- মো. আব্দুছ ছালাম সরকার, এসএম বজলুর রশিদ, মো. তফিকুল আলম, মনতোষ বিশ্বাস, জোনাঈদ আফ্রাদ, মো. সাইফুল ইসলাম, দেবাশীষ কর্মকার, মমিনুল হাসান, মো. মুন্না বিশ্বাস, সাগর দিপা বিশ্বাস, মো. মাফেলা খাতুন মেমী, মো. কামরুজ্জামান, এসএম আশিকুর রহমান, মোহাম্মদ ফয়েজ উদ্দীন, উৎপল কুমার চৌধুরী, মো. হাফিজুর রহমান, ফৌজিয়া হাবিব খান, একেএম ওহিদুন্নবী, নাজিয়া ইসলাম, মো. আব্দুল হালিম, সৈয়দ ফয়ছল ইসলাম, সাদিয়া সাবরিনা চৌধুরী, একেএম ফজলুল হক, শারমিন আক্তার আশা, স্বাগতা ভট্টাচার্য্য, আল আমিন হোসেন এবং ধ্রুব জ্যোতির্ময় গোপ।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাদের পদোন্নতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম