বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম
![বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/08/image-643134-1675872864.jpg)
বাংলাদেশে নতুন ব্রিটিশ হাইকমিশনার নিযুক্ত হয়েছেন সারাহ কুক। তিনি বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
চলতি বছরের এপ্রিল কিংবা মে মাসের দিকে তিনি বাংলাদেশে নতুন দায়িত্বে যোগ দেবেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান।
সারাহ কুক এর আগে দারুস সালামে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। তিনি ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এবং ব্রিটিশ সাহায্য সংস্থা ডিএফআইডির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।