Logo
Logo
×

অন্যান্য

ভিক্ষুক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯ পিএম

ভিক্ষুক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে

ভিক্ষাবৃত্তি থেকে ভিক্ষুকদের নিরুৎসাহিত করতে রাজধানীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে শফিউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এটি প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। 

নুরুজ্জামান বলেন, সরকার ভিক্ষাবৃত্তি ঠেকাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের সভাপতিত্বে পরিচালিত নির্ধারিত কমিটির কাছে অর্থ বরাদ্দও করা হয়েছে। ভিক্ষাবৃত্তি থেকে নিরুৎসাহিত করার জন্য ঢাকা শহরে নিয়মিতভাবে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম