Logo
Logo
×

শোক

মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করাই তার লক্ষ্য ছিল: মায়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম

মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করাই তার লক্ষ্য ছিল: মায়া

মো. নুরুল ইসলামকে আমি ১৯৭২ সাল থেকে চিনি। আমরা যুদ্ধ করেছি ঢাকায়, তিনি করেছেন বরিশালে। তিনি একজন সত্যবাদী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সব সময় সত্য বলতেন। তার একটা লক্ষ্য ছিল-দেশের জনগণের কর্মের ব্যবস্থা করে দেওয়ার মধ্য দিয়ে খেদমত করা। আমরা যখন মুক্তিযোদ্ধা সংসদ করি, তখন তিনি নিবিড়ভাবে আমাদের সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধা সংসদে তারও অবদান আছে। তিনি মুক্তিযোদ্ধা হিসাবে অত্যন্ত সাহসী ছিলেন।

নুরুল ইসলাম সব সময় বলতেন, সবাই যদি রাজনীতিতে যুক্ত থাকি, তাহলে দেশের মানুষকে প্রভাইড করব কীভাবে? তিনি বলতেন, আমি দেশে শিল্পপ্রতিষ্ঠান করব। যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। তিনি সেটা করেছেনও। তিনি সব সময় তার প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়েছেন। তার যতগুলো প্রতিষ্ঠান আছে, খেয়াল করে দেখবেন, সেখানে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধারা কাজ করেন। তার লক্ষ্যই ছিল বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করা। শিল্পের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রভাইড করা এবং তিনি সেটা করেছেন, সফল হয়েছেন। যুগান্তর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি বড় মাধ্যম। আমার মনে হয়, আজ দেশে সবচেয়ে বেশি গ্রাহক যুগান্তরের। এর একমাত্র কারণ, তারা সত্য সংবাদ প্রকাশ করে। তারা সব সময় সত্য বলতে চেষ্টা করে। মানুষের মনের কথা তুলে ধরে। এজন্য মানুষ যুগান্তর পড়ার জন্য আগ্রহী হয়ে থাকে। আমি যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে ধন্যবাদ জানাই যে, তিনি মানুষের জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান করে গেছেন।

সংসদ-সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম