Logo
Logo
×

আইটি বিশ্ব

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বিপুল সংখ্যক আইফোন ব্যবহারকারী। এ বিষয়ে সম্প্রতি সতর্কবার্তা দিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। বহু প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজের বিক্রি ভারতে শুরু হওয়ার একদিন পরই এসেছে এই সতর্কবার্তা। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সম্ভব আইফোনের সফটওয়্যার আপডেট করুন। না হলে হ্যাক হতে পারে ডিভাইস।

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, iOS, macOS, iPadOS-সহ একাধিক সফটওয়্যার ভার্সন ব্যবহারে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। iOS 18, iPadOS 17.7 এবং macOS 14.7-এর আগের সংস্করণগুলোর ঝুঁকি সবচেয়ে বেশি। যেকোনও সময় সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিষ্ঠানটি আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, উল্লেখিত ভার্সনের অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য খুব সহজেই বেহাত হয়ে যেতে পারে। পাশাপাশি নতুন কোড কার্যকর এবং স্পুফিংয়ের সম্ভাবনাও রয়েছে। এই কারণে অ্যাপল প্রোডাক্ট ইউজারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

যে সব ভার্সনের ঝুঁকি সবচেয়ে বেশি, তার একটা তালিকাও প্রকাশ করেছে সিইআরটি। এগুলো হল - 18-এর আগের iOS ভার্সন এবং 17.7-এর আগের iPadOS ভার্সন, 14.7-এর আগের macOS Sonoma ভার্সন, 13.7 এর আগের macOS Ventura ভার্সন, 15 এর আগের macOS Sequoia ভার্সন, tvOS ভার্সন18-এর আগে, 11-এর আগের watchOS ভার্সন, 18-এর আগের সাফারি ভার্সন, 16-এর আগের Xcode ভার্সন এবং 2-এর আগের visionOS ভার্সন।

নিরাপত্তা জোরদার করতে অ্যাপল ইউজারদের ডিভাইস আপডেটের পরামর্শ দিয়েছে সিইআরটি। অ্যাপল ইতিমধ্যে আইওএস 18 এবং আইপ্যাডওএস 18-সহ লেটেস্ট অপারেটিং সিস্টেম রোল আউট করেছে। এতে এই ধরণের কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে অ্যাপল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম