
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতা’ দেখতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
-67f4e42071db5.jpg)
আরও পড়ুন
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে হঠাৎ উচ্চপর্যায়ের আলোচনা শুরুর ঘোষণার পরদিন মঙ্গলবার চীন যুক্তরাষ্ট্রকে এই আলোচনায় ‘রাজনৈতিক আন্তরিকতা’ দেখানোর আহ্বান জানিয়েছে।
সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে শনিবার, এবং এই আলোচনায় ব্যর্থ হলে ইরান ‘মহা বিপদের’ মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তেহরান অবশ্য জানিয়েছে, আলোচনাটি ওমানে অনুষ্ঠিত হলেও তা ‘পরোক্ষ’ হবে।
এই প্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার বলেন, ‘ইরান পরমাণু ইস্যুতে স্বতঃস্ফূর্তভাবে চুক্তি থেকে সরে গিয়ে যে দেশ বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই যুক্তরাষ্ট্রেরই উচিত এখন রাজনৈতিক আন্তরিকতা ও পারস্পরিক সম্মান প্রদর্শন করা।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘সংলাপ ও পরামর্শে অংশ নেওয়া এবং একইসঙ্গে বলপ্রয়োগ করে অতিমাত্রায় চাপ সৃষ্টির ভুল চর্চা বন্ধ করা।’
লিন জানান, ‘চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে, শান্তি ও সংলাপকে উৎসাহিত করবে এবং যত দ্রুত সম্ভব কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হতে কাজ করে যাবে।’
ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার আগে ইরান সরাসরি আলোচনার ধারণাকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।
উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যার ফলে বর্তমানে নতুন চুক্তির জন্য তৎপরতা চলছে।
বিশ্লেষকদের মতে, যদি কোনো নতুন চুক্তি না হয়, তবে ইসরাইল—যুক্তরাষ্ট্রের সহায়তায়—ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে, এমন শঙ্কা অনেকের মধ্যেই রয়েছে।