
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম

আরও পড়ুন
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি পুনরায় ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে কোনো স্থান থেকে হামলা চালানো হয়, তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে। ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধ ফ্রন্টের (রেজিস্ট্যান্স ফ্রন্ট) সক্ষমতা নিয়ে আলোচনা করবে না। ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের শক্তি নিয়ে কোনো সমঝোতা করবে না’।
শনিবার বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং তেহরান কারও জন্য হুমকি নয়।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সবসময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নই’।
যদিও ইরান কারো সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় না। তবে তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের স্বার্থ বা জনগণের ওপর কোনো আঘাত এলে এর কঠোর জবাব দেওয়া হবে।
তার ভাষায়, ‘আমরা যুদ্ধ চাই না এবং তা কামনাও করি না। তবে শত্রু যদি আমাদের স্বার্থের ক্ষতি করে বা আমাদের জনগণের ওপর হামলা চালায়, তাহলে তাদের জানা উচিত যে, আমরা পাল্টা জবাব দেবো’।
হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে তিনি বলেন, এটি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আদেশ পেলে তার বাহিনী তা বাস্তবায়ন করবে।
আইআরজিসি নৌ কমান্ডার ব্যাখ্যা করে বলেন, ‘হরমুজ প্রণালী বন্ধ করা আমার সিদ্ধান্ত নয়—এটি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হাতে। তবে যদি আদেশ আসে তাহলে তা বাস্তবায়ন করা আমার দায়িত্ব’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে তাংসিরি বলেন, ‘আমি ট্রাম্পের বার্তা সম্পর্কে কিছু জানি না, জানার আগ্রহও নেই। আমি শুধু তার হুমকি শুনি, তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করি এবং তা মোকাবিলার জন্য প্রস্তুতি নিই’।
ইরানী নৌ কমান্ডার আরও বলেন, ‘আমরা বিশ্বের যেকোনো স্থানে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। যদি আমাদের ওপর কোনো আক্রমণ চালানো হয়, তাহলে সেই একই স্থানে আমরা পাল্টা আঘাত করব’।
তিনি আরও বলেন, ‘কেউ আমাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যেতে পারবে না। এমনকি যদি তাদের খুঁজতে মেক্সিকো উপসাগর পর্যন্ত যেতে হয়, তাহলেও আমরা যাব’।
‘ইরান কোনো চাপ বা হুমকির সামনে মাথা নত করবে না’ উল্লেখ করে তাংসিরি স্পষ্টভাবে বলেন, ‘আমরা ট্রাম্পকে আমাদের ওপর তার ইচ্ছা চাপিয়ে দিতে দেবো না’।
ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত
আরও পড়ুন