
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
এবার আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৪২ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি আনসারুল্লাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণেই মূলত এ হুঁশিয়ারি দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।
হুথি আনসারুল্লাহর নেতৃত্ব পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল-ফারাহ শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করেছেন।
তিনি বলেন, যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয়, তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
‘এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও শাবওয়াহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না—বরং আবুধাবি ও দুবাইও আমাদের লক্ষ্যবস্তুতে থাকবে’, যোগ করেন তিনি।
আল-ফারাহ আরও বলেন, আমিরাতের এই ‘বেপরোয়া’ কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার শামিল। যার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট করে জানান, যে কেউ আমেরিকার সহায়তায় ইয়েমেনের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকেই কঠিন মূল্য দিতে হবে। সূত্র: মেহের নিউজ
ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ
আরও পড়ুন