Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত, নেপথ্যে যে কারণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:৫৯ এএম

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত, নেপথ্যে যে কারণ

আবদোলনাসের হেম্মতি। ছবি: সংগৃহীত

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়েছে। তার সময়কালে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমায় তাকে বরখাস্ত করা হলো বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ মার্চ) পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। উপস্থিত ২৭৩ জন সংসদ সদস্যের মধ্যে ১৮২ জন হেম্মতির বিরুদ্ধে ভোট দেন, যা তার অপসারণের পথ প্রশস্ত করে। বিপক্ষে ভোট দেন ৮৯ জন।

ইরানে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল। যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হেম্মতি নিয়োগ পাওয়ার পর থেকে গত আট মাসে ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে।

উল্লেখ্য, বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ ইরানি রিয়াল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম