Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

গাজা এবং লেবাননজুড়ে ইসরাইলের চলমান বর্বরতার মধ্যে সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।

শুক্রবার ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের একটি জোট তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ছয়টি ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

ইরাকি যোদ্ধারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা অধিকৃত গোলান উপত্যকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

এতে বলা হয়, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরাইল সরকার যে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

ইরাকি জোট আরও বলেছে, তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং সেগুলোকে ধ্বংস করতে থাকবে।

এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর অন্য এক বিবৃতিতে ইরাকি যোদ্ধারা জানায়, আজ তারা দ্বিতীয়বারের মতো অধিকৃত গোলানে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা করেছে।

সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম