Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলের বিরুদ্ধে মিশরীয় তরুণদের অভিনব অভিযান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

ইসরাইলের বিরুদ্ধে মিশরীয় তরুণদের অভিনব অভিযান

মিশর-ইসরাইল সীমান্ত। ছবি: সংগৃহীত

গত ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরও। এখন পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় নিহতের পেরিয়েছে ৪১ হাজার। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উঠলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না ইসরাইলের।

এমন পরিস্থিতিতে ইসরাইলি বর্বরতা বিরুদ্ধে সীমান্তঘেঁষা এলাকায় অভিনব অভিযান পরিচালনা করেছে মিশরের দুই যুবক। মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদবিরোধী অভিযান চালিয়েছে তারা।   

‘গাজা আলআন’ চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় ককেজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরাইলি সেনা আহত হয়।

ইসরাইলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবেশি দেশগুলোর ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত।  লেবানন সীমান্তে অস্থিরতা চলছে। জর্ডান সীমান্তেও এর আঁচ পড়েছে। গত রোববার জর্ডানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। 

এতে কমপক্ষে ৩ ইসরাইলি সেনা নিহত হয়।  তবে জর্ডানি ট্রাক চালক শেষ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের গুলিতে মারা যান।

হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে ৪ হাজার ৯৭৩টি ইহুদিবাদবিরোধী অভিযান চালানো হয়েছে।  এসব অভিযানে অন্তত ১২ জন ইহুদিবাদী সেনা এবং ৩ পুলিশসহ ৩৮ জন ইহুদিবাদী নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম