Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

স্বাধীনতাকামী সংগঠন হামাস: এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ এএম

স্বাধীনতাকামী সংগঠন হামাস: এরদোগান

গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন। যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

হামাস ও ইসরাইলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইসরাইলের পক্ষ নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘ইসরাইলের জন্য পশ্চিমাদের চোখের পানি ফেলা প্রতারণার বহিঃপ্রকাশ।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায়। এখন পর্যন্ত হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ওই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের নির্বিচার হামলায় হামাসনিয়ন্ত্রিত গাজায় ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৭০০–এর বেশি শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, গেল দুই সপ্তাহের বোমাবর্ষণের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম