Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

‘আমাদের মনোবল ভাঙতে পারবে না’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৪:৫৭ এএম

‘আমাদের মনোবল ভাঙতে পারবে না’

দুদিনের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবির। সবকিছু হারিয়ে হাহাকার বাসিন্দাদের। তবে কঠিন এ পরিস্থিতিতেও ভেঙে পরেননি সেখানকার উদ্বাস্তুরা। ইসরাইলকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে জানান দিয়েছেন, ‘তারা আমাদের মনোবল ভাঙতে পারবে না এবং আমাদের ভয় দেখাতেও অক্ষম।’

বুধবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা আনাম আওয়াদ (৪৮)।

আকস্মিক হামলায় জেনিন পশ্চিম তীরে বাড়িঘর, রাস্তাঘাট, গাড়িসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬৫ বছর বয়সী জেনিন বাসিন্দা ওয়ালেদ মনসুর বলেন, ‘তারা (ইসরাইলরা) আমাদের বাড়ি এসেছিল। আমাদের দরজা উড়িয়ে দিয়েছে। তাদের কুকুরকেও আমার দিকে লেলিয়ে দিয়েছে। সেটি আমার বুকে উঠে আমাকে আক্রমণ করেছে।’

ইসরাইলি হামলার স্বীকার আরেক জেনিন বাসিন্দা মোহাম্মদ তালেব (৩৯) জানান, ‘তাদের মিসাইল আমার গাড়ি উড়িয়ে দিয়েছে। আমি প্রতিদিন কাজে যেতে এই গাড়ি ব্যবহার করতাম। আমরা এ ধ্বংস আশা করিনি। তাদের লক্ষ্য হলো শুধু ধ্বংস এবং ধ্বংস করা।’

৪৬ বছর বয়সী আয়মান সাদী বলেন, ‘তারা ব্যাখ্যা দিয়েছিলেন তারা সন্ত্রাসবাদীদের দমনে এসেছিলেন কিন্তু তার পরিবর্তে তারা জনগণকে শাস্তি দিয়ে গেছেন।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম