
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পরিবেশে দূষণ, ধূমপানসহ নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হতে পারে। খুব ধীরে ধীরে অঙ্গটির ক্ষতি হয় বলে অনেকে বিষয়টি বুঝতেও পারেন না। কিন্তু কঠিন পরিবেশে একসময় ক্যান্সার দেখা দেয় ফুসফুসে।
তাই, একটানা কাশি কিংবা শ্বাসকষ্টের বিষয়টি সাধারণ ভেবে না দেখাই উচিত। শরীরের আরও কিছু সমস্যা আছে যা আগাম সতর্ক করে। কিছু সমস্যা আছে যা ফুসফুস ক্যানসারের বার্তাও দেয়। ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে এর পূর্ব লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি।
- কাশি: সর্দি লাগলে কাশি হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কাশি হওয়ার লক্ষণ মোটেও ভালো নয়। ফুসফুসে সমস্যার কারণেই কিন্তু এমন কাশি দেখা দেয়। একটানা কাশির সমস্যায় ভুগলে আর দেরি করবেন না। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
- ক্লান্তি: ক্যানসারের অন্যতম উপসর্গ হলো ক্লান্তি। তবে অতিরিক্ত ক্লান্তি যে কোনো কঠিন রোগের ইঙ্গিত দেয়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও এ সমস্যা বাড়ে। যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়াতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর সে কারণে ক্লান্তিও বাড়ে।
- শ্বাসকষ্ট: অ্যাজমার সমস্যায় যারা ভোগেন তারা মাঝেমধ্যেই শ্বাসকষ্টে ভোগেন। তবে কোনো কারণ ছাড়াই যদি আপনি হঠাৎই শ্বাসকষ্টে ভোগেন কিংবা আগের চেয়ে এখন নিঃশ্বাস নিতে কষ্টবোধ করলে, দ্রুত চিকিৎসকের কাছে যান। কারণ শ্বাসকষ্ট হতে পারে ফুসফুসে ক্যানসারের আগাম লক্ষণগুলোর মধ্যে অন্যতম।
এসব লক্ষণ ক্যানসারের আগাম সংকেত। যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নতুবা সামনে সমূহবিপদ। সূত্র: ক্যানসার.অর্গ/মায়োক্লিনিক