Logo
Logo
×

গণমাধ্যম

সাংবাদিক সমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১০:২০ পিএম

সাংবাদিক সমাবেশ থেকে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের আহ্বান

অসহযোগ আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহতের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিআরইউ সভাপতি শুক্কুর আলী শুভ প্রমুখ। ডিইউজের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজে ও ডিইউজের নেতারা উপস্থিত ছিলেন।

ওমর ফারুক বলেন, অসহযোগ আন্দোলনের নামে দেশব্যাপী যারা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের প্রতিহত করতে না পারলে সাধারণ মানুষ বাঁচবে না।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, চলমান আন্দোলনে যারা মিডিয়ার গাড়ি ভাঙচুর করছে এবং সাংবাদিকদের নিহত-আহত করেছে, তারা গণতন্ত্রের দুশমন। তারা আমাদের অগ্রযাত্রার গণদুশমন। এই গণদুশমনদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। ছাত্ররা আন্দোলনে যেসব দাবি করেছিল, উচ্চ আদালত ও প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ করেছেন এবং সব ধরনের হত্যাকাণ্ডের বিচার করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম